এরপর Getting started নামে একটি ফর্ম আসবে, যার প্রতিটি তথ্য আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অনুসারে পুরন করুন। প্রতিটি তথ্য অবশ্যই সঠিক হতে হবে, কোন ভুল বা মিথ্যা তথ্য দেয়া থেকে দোয়া করে বিরত থাকবেন।
এবার Next বাটন প্রেস করলে, Contact details আরেকটি ফর্ম আসবে। এ পর্যায়ে অবশ্যই আপনার ঠিকানা সঠিক দিবেন, কেননা আপনাকে যখন Payoneer Master Card পাঠানো করা হবে তখন যেন আপনার ঠিকানায় সরাসরি কার্ডটি পৌছায়। আপনি চাইলে এক্ষেত্রে আপনার বর্তমান, স্থায়ী অথবা আপনার অফিসের ঠিকানা দিতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হয়।
সব তথ্য দিয়ে Next বাটন চাপুন।
উপরের মত ফর্মে সব তথ্য দিয়ে Next বাটনে ক্লিক করে পরবর্তী ফর্ম পুরন করুন, যেই ফর্মটি দেখতে পাবেন সেখানে ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। চাইলে আপনি পরবর্তীতে এসকল তথ্য পরিবর্তন করতে পারবেন।
এইবার Submit বাটনে ক্লিক করুন। কিছুক্ষন অপেক্ষা করতে হবে, এবার লগ ইন করুন। User name এর জায়গায় যে ইমেইল আইডি দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই ইমেইল অ্যাড্রেস দিন ও Password এ আপনি যেই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাইন্ট খুলেছিলেন সেই পাসওয়ার্ড দিন।
লগ ইন করার পর নিম্নের ফর্মটি দেখাবে,
সিকিউরিটি তথ্য হিসেবে প্রতিটি ঘর পুরন করে Submit দেয়ার পর আপনার Payoneer অ্যাকাউন্ট এর বর্তমান ব্যালেন্স দেখতে পারবেন। যা অবশ্যই শূন্য থাকবে। ২৫ ডলার বোনাস আপনি সাথে সাথে পাবেন না।
কিছু দিনের মধ্যে আপনার ই-মেইলে একটি মেইল আসবে, যেখানে আপনার কাছে জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি চাইবে। তখন আপনি জাতীয় পরিচয় পত্রের স্ক্যান করে দুই পিঠ এক সাথে করে Upload link এ ক্লিক করে আপলোড করে দিবেন।
এরপর আবার আপনার আইডি সহ সব কিছু রিভিউ করবে, যদি আপনার সকল তথ্য ঠিক থাকে তাহলে কিছু দিনের মধ্যে আপনাকে একটি মেইল দেয়া হবে, আপনি লগইন করেও দেখতে পারবেন আপনি কোন অবস্থানে আছে এবং আপনি কার্ডটি কত তারিখ হাতে পাবেন সেই তারিখ দেখতে
www.payoneer.com ভিজিট করুন এবং আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
সাধারণত বাংলাদেশে কার্ড হাতে পেতে ২০ দিনের মত বা ক্ষেত্র বিশেষে এর কম-বেশি সময়ও লাগতে পারে।
কার্ডটি যখন আপনি হাতে পাবেন তখন আপনাকে প্রথমে যা করতে হবে তা হল
www.payoneer.com এ লগ ইন করুন এবং নিচের নির্দেশনা অনুযায়ী Activate বাটনে ক্লিক করুন এবং কার্ড অ্যাকটিভেট করুন।
এরপর পরের নির্দেশাবলী অনুযায়ী কার্ডের নাম্বার ও পিন নাম্বার দিয়ে কার্ডটি অ্যাক্টিভেট করার প্রক্রিয়া শেষ করুন।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCTL3maG2zNlIFhKPx0XNtvS0Ou-RV3T806cIx5vZQhHqD0XE1PuH75kILoGzrF1hnZd20glLbBNIuLLeAbLYH8IkTPg7jk4hTh1llvASREto4qQ7VcmxGf-Y87pcOSHWZixvxXl6ttKc/s1600/%25E0%25A7%258B%25E0%25A6%25AE%25E0%25A7%2582%25E0%25A6%2597%25E0%25A6%25A8%25E0%25A7%258B%25E0%25A7%2582%25E0%25A6%2597%25E0%25A6%25A6%25E0%25A6%25B2-2.png)
উল্লেখ্য, একটি আইডি কার্ড দিয়ে একবার’ই apply করা যায়, যদি কোন ক্রোমে কার্ড না আসে তাহলে তাদের সাপোর্ট সেন্টারে কথা বলুন, তাহলে তারা আবার পাঠাবে। মনে রাখবেন ২৫ ডলার বোনাস পাবেন যখন আপনি মাষ্টারকার্ড Active করবেন তারপর সর্ব প্রথম যখন আপনি ১০০ ডলার রির্চাজ করবেন তখন বোনাসটি পাবেন।
আশা করি লেখাটি আপনাদের উপকারে আসবে। সময় নিয়ে লেখাটি পরার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
Vai passport diye kora jabe na?
ReplyDeleteহ্যা পাসপোর্ট দিয়েও করা যাবে
Deletenice post
ReplyDeleteধন্যবাদ
Deletethank you so much dosto
ReplyDelete